ট্রাম্পের আশা: ইরান-ইসরায়েল সংঘাত শিগগিরই চুক্তিতে সমাধান হবে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত শিগগিরই একটি চুক্তির মাধ্যমে শেষ হবে। তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু বৈঠক চলছে এবং অবশেষে তারা শান্তি করবে।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ স্যোশাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ইরান ও ইসরায়েলকে একটি চুক্তি করতেই হবে এবং তারা তা করবে। আমরা শিগগিরই শান্তি ফিরে পাবো।”
তবে ট্রাম্প বৈঠকগুলো কে করছে বা শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না তা স্পষ্ট করেননি। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মন্তব্যের বিপরীতে শুক্রবার বলেন, “ইরানের বিরুদ্ধে অভিযান আরও তীব্র হবে,” যা চুক্তির সম্ভাবনায় সংশয় তৈরি করেছে।
হোয়াইট হাউস থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প যদিও নিজেকে শান্তির দূত হিসেবে দাবি করেন, কিন্তু ইরান-ইসরায়েল সংঘাত রোধে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সমালোচিতও হয়েছেন। এর আগে ভারত-পাকিস্তান বিরোধ মেটানোর চেষ্টা করেও তিনি যথাযথ স্বীকৃতি পাননি।
ট্রাম্প পোস্টে আরও লিখেছেন, “আমি অনেক কিছু করি, কিন্তু কখনও কৃতিত্ব পাই না। তারপরও জনগণ সব বুঝতে পারে। মেইক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন!”
আপনার মতামত লিখুন