নাইজেরিয়ার বেনু রাজ্যের গ্রামে বন্দুকধারীর হামলায় অন্তত ১০০ নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
নাইজেরিয়ার বেনু রাজ্যের গ্রামে বন্দুকধারীর হামলায় অন্তত ১০০ নিহত

নাইজেরিয়ার পূর্বমধ্যাঞ্চলীয় বেনু রাজ্যের ইয়েলেওয়াটা গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া। এই হামলা শুক্রবার রাত থেকে শুরু হয়ে শনিবার ভোররাত পর্যন্ত চলেছে। অনেক লোক এখনও নিখোঁজ রয়েছে এবং আহতরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। হামলাকারীরা অনেক পরিবারকে তাদের বাড়িতে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

বেনু রাজ্য ‘মিডল বেল্ট’ অঞ্চলের পূর্ব সীমান্তে অবস্থিত, যেখানে উত্তরাঞ্চলের মুসলিম ও দক্ষিণাঞ্চলের খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে জমি নিয়ে বিরোধ বিরাজ করছে। পশুপালকরা চারণভূমি চান, আর কৃষকরা চাষের জন্য জমি দাবী করেন। এ বিরোধে ধর্মীয় ও জাতিগত মতবিরোধও যুক্ত হয়ে এলাকায় নিয়মিত মারাত্মক সংঘর্ষ ঘটে।

গত মাসে বেনু রাজ্যের গোয়ের ওয়েস্ট জেলায় ধারাবাহিক হামলায় সন্দেহভাজন পশুপালকদের গুলিতে অন্তত ৪২ জন নিহত হয়। ২০১৯ সাল থেকে এই অঞ্চলে সহিংসতায় পাঁচ শতাধিক মানুষ নিহত এবং প্রায় ২২ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে বলে গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্স জানিয়েছে।