নির্বাচন নিয়ে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
নির্বাচন নিয়ে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “নির্বাচনের তারিখ দেবে নির্বাচন কমিশন। তারা যেদিন নির্বাচনের সময় ঠিক করবে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেদিনের জন্য প্রস্তুত থাকবে। আমাদের পুলিশও প্রস্তুত রয়েছে।”

পুলিশ এখনো সচল হয়নি — এমন মন্তব্য সম্পর্কে তিনি বলেন, “এ কথা কে বলেছে? আপনারা যদি আগের ১৫ বছরের মতো ভাবেন যে গেলেই পুলিশ পিটাবে, আমরা তো সেই পুলিশ চাই না। আমরা চাই মানবিক পুলিশ, যারা সবার সঙ্গে ভালো আচরণ করবে। এখন পুলিশ ভালো ব্যবহার করছে বলেই মানুষ ভাবছে তারা সচল নয়। আসলে তারা আগের চেয়েও বেশি একটিভ।”

তিনি আরও বলেন, “আজ সবাই ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য একত্রিত হয়েছি। এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল। এটা আপনারাও লিখেছেন।”