নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছেন: এরদোয়ান

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছেন: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে পারমাণবিক আলোচনা ব্যাহত করেছেন এবং পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন।

শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এরদোয়ান এ মন্তব্য করেন, যা তুরস্ক সরকারের যোগাযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে। এরদোয়ান বলেন, গাজায় জাতিগত হত্যাকাণ্ড থেকে বিশ্বজুড়ে মনোযোগ সরাতে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।

এছাড়া, তুরস্কের প্রেসিডেন্ট সৌদি আরব, পাকিস্তান, জর্ডান ও মিসরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও ফোনে কথা বলেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তিনি সতর্ক করে বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলই এখন অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কথোপকথনে এরদোয়ান উল্লেখ করেন, ইসরায়েলের হামলা আঞ্চলিক নিরাপত্তাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং নেতানিয়াহুর আইন ভঙ্গের মনোভাব বিশ্বের শান্তির জন্য হুমকি স্বরূপ।

এরদোয়ান আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ড শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্যও সংকেত দেয়।