প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য: সুষ্ঠু নির্বাচন ও নিরপেক্ষ ভূমিকার অঙ্গীকার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নির্বাচন প্রক্রিয়ায় তারা রেফারির ভূমিকায় থাকবে। রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “অনেক কাজ ইতিমধ্যে এগিয়ে নিয়েছি, বাকি কাজগুলো সবাইকে মিলেই সম্পন্ন করতে হবে। আজকের মতবিনিময় সভায় আমি আপনাদেরকে শপথ করাবো—সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির উপহার হিসেবে দিতে হবে।”
তিনি আরো জানান, “লন্ডন, জাপানসহ বিশ্ব নেতারা জানিয়েছেন, আমরা ঐতিহাসিক নির্বাচন দিতে যাচ্ছি। তারা আমাদের ওপর আস্থা রেখেছে এবং বিশ্বব্যাপী এ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করছেন।”
কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “রমজানেও আপনি সুন্দরভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আজও আমি আপনাদের পুনরায় বলছি—নিরপেক্ষভাবে কাজ করবেন, কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করবেন না, আইন মেনে ন্যায়সঙ্গতভাবে দায়িত্ব পালন করবেন।”
সিইসি এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, “আমরা নির্বাচন প্রক্রিয়ায় রেফারির ভূমিকা পালন করবো। যারা খেলবে, খেলুক; যারা জিতবে, জিতুক। তবে আমাদের দায়িত্ব হলো একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা। এই লক্ষ্য অর্জনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
আপনার মতামত লিখুন