মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়: ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়। তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের ওপর কোনোভাবে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ‘নজিরবিহীন’ এবং পূর্ণ শক্তিতে পাল্টা হামলা চালাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে বলেন, “যদি ইরান আমাদের ওপর কোনোভাবে হামলা চালায়, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী এমনভাবে পাল্টা হামলা করবে যা আগে কখনো দেখা যায়নি।”
এছাড়া ট্রাম্প বলেন, “আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।”
তিনি আরও বলেন, “আজ রাতে ইরানের ওপর করা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না।”
অপরদিকে, ইরান ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ইসরায়েলকে সহায়তা না করার জন্য সতর্ক করেছে।
আপনার মতামত লিখুন