ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলে ছুড়ে পড়েছে প্রায় ৩৫০ মিসাইল

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলে ছুড়ে পড়েছে প্রায় ৩৫০ মিসাইল

ইরান এখন পর্যন্ত ইসরায়েলের ওপর প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেখানে প্রতিটি ধাপে ৩০ থেকে ৬০টির মতো মিসাইল ছোড়া হয়েছে। সোমবার (১৬ জুন) ইসরায়েলি বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই আশ্রয়কেন্দ্রে ছিলেন না।

ইরানার সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ১৩ জুন রাতভর ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের অভ্যন্তরে বিভিন্ন স্থানে আগ্রাসন চালায়, যেখানে আবাসিক ভবনসহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

এর উত্তরে ইরান কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের গভীরে ব্যাপক শাস্তিমূলক হামলা শুরু করে। তেল আবিব, জেরুজালেম, হাইফা এবং অন্যান্য জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের মাধ্যমে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানছে।

ইরনা সংবাদে বলা হয়েছে, অধিকৃত অঞ্চলগুলোতে সাধারণ জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলিরা বর্তমানে ভূগর্ভস্থ বোমা আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন।