ইরানে মোসাদের দুই সদস্য আটক ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ণ
ইরানে মোসাদের দুই সদস্য আটক ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ

ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আরও দুই সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ড্রোনের যন্ত্রাংশ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোনতাজের আল-মাহদি জানান, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুইয়েহ জেলায় এই দুই মোসাদ এজেন্টকে শনাক্ত করে আটক করা হয়। অভিযানে ২০০ কেজির বেশি বিস্ফোরক দ্রব্য, ২৩টি ড্রোন যন্ত্রাংশ, উৎক্ষেপণ সরঞ্জাম এবং একটি নিশান পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে।

এর আগে একই দিনে তেহরানের পার্শ্ববর্তী আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টি থেকেও আরও দুই মোসাদ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানি নিরাপত্তা বাহিনী।

ইরানি কর্মকর্তারা জানান, ১৩ জুন রাতে ইসরায়েলি বাহিনী একতরফাভাবে ইরানের অভ্যন্তরে অভিযান চালায় এবং আবাসিক ভবনগুলোতেও হামলা চালানো হয়। এর পর থেকে ইরানজুড়ে মোসাদের এজেন্টরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করছে। এছাড়া ছোট আকারের ড্রোন ব্যবহার করে ইরানের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি ইরানও ইসরায়েলের অভ্যন্তরে—বিশেষ করে তেল আবিব, জেরুজালেম ও হাইফা এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে দখলকৃত এলাকাগুলোর জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে এবং ইসরায়েলিরা বোমা সুরক্ষা বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।