ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে পাকিস্তান বন্ধ করলো ইরানের সঙ্গে সব সীমান্ত ও আকাশ পথ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ণ
ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে পাকিস্তান বন্ধ করলো ইরানের সঙ্গে সব সীমান্ত ও আকাশ পথ

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার প্রেক্ষিতে পাকিস্তান প্রতিবেশী ইরানের সঙ্গে সব ধরনের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে। রোববার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সীমান্ত অঞ্চলে শত শত মানুষ আটকা পড়েছে।

স্থানীয় বেলুচিস্তানের কয়েকটি জেলা যেমন চাগি, গোয়াদর, তুর্বত, পাঞ্জগুর, ওয়াশুক ও মাশকাইল ইরানের ওপর খাদ্য ও তেলের সরবরাহে নির্ভরশীল। সীমান্ত বন্ধ থাকায় খাদ্য ও তেলের ঘাটতির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। গোয়াদরের বাসিন্দা বাশাম বালোচ বলেন, ‘দাম বাড়তে শুরু করেছে, তবে এখনো খুব গুরুতর পরিস্থিতি হয়নি, কিন্তু যদি সীমান্ত দীর্ঘদিন বন্ধ থাকে, তেলের ও খাদ্যের সংকট দেখা দিতে পারে।’

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দ তুর্কি জানান, ইরানের উদ্যোগে সীমান্ত বন্ধ হওয়ার পর পাকিস্তানও সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। তবে ইরানে আটকা পড়া পাকিস্তানি নাগরিকদের ফেরত আসার জন্য সীমান্ত খোলা থাকবে, এবং নতুন কোনো প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার কারণে পাকিস্তান থেকে ইরান ও ইরাকগামী বেশ কয়েকটি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট বন্ধ করেছে।

পাকিস্তান ও ইরানের মধ্যে প্রায় ৯০৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বেলুচিস্তানকে ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশ থেকে আলাদা করেছে। সীমান্ত বন্ধ থাকায় স্থানীয় দিনমজুর শ্রমিক ও বাসিন্দারা জীবিকা ও পারিবারিক সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই পাকিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।