ইশরাক হোসেনের শপথ দাবি আন্দোলন চলবে বিরতিহীনভাবে, নাগরিক সেবা চালু থাকবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ
ইশরাক হোসেনের শপথ দাবি আন্দোলন চলবে বিরতিহীনভাবে, নাগরিক সেবা চালু থাকবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের সময় নাগরিকদের যেন সেবা পেতে কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১৫ জুন) সকাল থেকে ডিএসসিসি নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকরা। বেলা ১১টায় নগর ভবনে এসে ইশরাক হোসেন বলেন, “এই সমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। এই লড়াই থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই।”

তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, “এই বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করে সমাধানের ব্যবস্থা নিন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে আমাদের দাবি জনগণের রায়কে মান্য করা।”

ইশরাক অভিযোগ করেন, “প্রধান উপদেষ্টাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। শপথ পড়ানো হলে পূর্বের সরকারের অবৈধ নির্বাচন প্রমাণিত হবে, তাই গড়িমসি করা হচ্ছে।” তিনি বলেন, “আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না। এটা জনগণের আন্দোলন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।”

আন্দোলন চললেও ডিএসসিসির দৈনন্দিন কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, “জনগণের ভোগান্তি আমরা চাই না। সেবা কার্যক্রম আমাদের তত্ত্বাবধানে চলবে।”

তার অনুসারীরা নগর ভবনে স্লোগানে উত্তাল করেন, যেমন—

  • “শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই”
  • “মেয়র নিয়ে তালবাহানা, সহ্য করা হবে না”
  • “চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে”
  • “নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই”