কুড়িগ্রামে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়ম নিয়ে সেনাবাহিনীর অভিযান

কুড়িগ্রামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহনের কাগজপত্র অনিয়ম থাকার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করেছে। রোববার দুপুরে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় ঢাকাগামী বাসস্ট্যান্ডে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘আহসান এন্টারপ্রাইজ’ পরিবহনের দুটি বাসকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করার জন্য মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হয়। এই কাজটি করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ ও তার সহকর্মীরা।
অতিরিক্ত ভাড়া ফেরত পেয়ে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন। ক্যাপ্টেন খালিদ বলেন, “ঈদের পর ঢাকাগামী যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং তাদের হয়রানি রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা মনে করছেন, সেনাবাহিনীর এই উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবহন শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন