কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ণ
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়।

দৌলতপুর থানার ডিউটি অফিসার এসআই পলাশ জানান, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর ছোট ভাই মিন্টু চৌধুরীর বাড়ির আশপাশ এলাকায় ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি পরিত্যক্ত স্থানে পাওয়া যায় একনলা বন্দুকের ১টি বাট ও ১টি পাইপ, ৪০টি গুলির ঠোঙ (খোসা), ৬টি ফালা (বল্লম সদৃশ ধারালো অস্ত্র), ৬টি রামদা, ১টি চাকু এবং ১টি বন্দুক পরিষ্কারের ব্রাশ।

অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের অংশ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এসআই পলাশ বলেন, “পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত এসব অবৈধ অস্ত্র থানায় সংরক্ষণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”