বাঘাইহাট বাজার বর্জন প্রত্যাহার: সেনা জোন কমান্ডারের মধ্যস্থতায় স্থায়ী সমাধান

বাঘাইহাট সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা পিএসসি’র উদ্যোগে দীর্ঘ এক মাস ধরে চলা বাঘাইহাট বাজার বর্জন শেষ হয়েছে। গঙ্গারাম ও মাচালং বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় পাহাড়িরা বাজার বর্জনের কারণে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। স্থানীয় প্রশাসন ও পাহাড়ি-বাঙালি গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় এই সমস্যা সমাধানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বাঘাইহাট জোন কমান্ডারের তত্ত্বাবধানে সোমবার (১৬ জুন) এক সমাধানমূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞ্যানোজোতি চাকমা, ৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান বাবু অতুলাল চাকমা, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, আগামী ২২ জুন রবিবার থেকে বাঘাইহাট বাজারের সাপ্তাহিক হাট এবং অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।
বাঘাইহাট বাজারের সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, “বাজার দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান পরিস্থিতি প্রতিষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর এই উদ্যোগ না হলে সমস্যার পুনরাবৃত্তি ঘটতে পারতো। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।” এছাড়া সাজেক ইউনিয়নের চেয়ারম্যান বাবু অতুলাল চাকমা বলেন, “অনেকবার স্থানীয়রা বসেও সমস্যার সমাধান করতে না পারলেও, জোন কমান্ডারের নেতৃত্বে হাসিমুখে কথা বলে সমস্যা মিটেছে। তার হাত ধরে সেনাবাহিনী আরো এগিয়ে যাবে বলে আশা রাখি।”
বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা উল্লেখ করেন, “সেনাবাহিনী সবসময় দেশের কল্যাণে কাজ করে থাকে। পাহাড়েও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব।” তিনি জানান, এই সমস্যার সমাধান স্থানীয় জনগণের দীর্ঘদিনের সংকট দূর করবে এবং বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে।
এই উদ্যোগকে বাঘাইহাট ও সাজেক এলাকার সর্বস্তরের মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং এটি ঐ এলাকার জন্য গৌরবের এক দিন হিসেবে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন