ভোলার চরফ্যাশনে ব্রিজ নির্মাণে দীর্ঘসূত্রতা, ওসমানগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ
ভোলার চরফ্যাশনে ব্রিজ নির্মাণে দীর্ঘসূত্রতা, ওসমানগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন

ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়ন ও লালমোহনের পশ্চিম চর উমেদ (গজারিয়া) সংলগ্ন পাঙ্গাসিয়া ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার সকাল ১০টায় ওসমানগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে ফরাজী বাজারের উত্তর পাশে অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশ নেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

বক্তারা জানান, শশীভূষণ-গজারিয়া সড়কের গুরুত্বপূর্ণ এই ব্রিজটির কাজ প্রায় দুই বছর ধরে ঝুলে আছে। বর্তমানে এলাকাবাসী অস্থায়ী কাঠের পুল দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মান্নান বলেন, “হাজারো মানুষ প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে। কাজ দ্রুত শেষ করে ব্রিজটি খুলে দেওয়ার দাবি জানাই।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মোতাহার নগর বিএনপির সভাপতি আব্দুস শহীদ মিয়া, মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাসুদ আলম, মো. এমরান হোসেন, মো. শিপন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, মো. মঞ্জুরুল ইসলাম, মো. মহিউদ্দিন মহি ও মো. দিদারুল ইসলাম।

এ বিষয়ে ব্রিজ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সুমন জানান, “গত ৫ আগস্টের পর কিছু সময় কাজ বন্ধ থাকলেও ইতোমধ্যে তিনটি পিসি গার্ডার স্থাপন শেষ এবং চতুর্থটির ঢালাই সম্পন্ন হয়েছে। আগামী ২০-২৫ দিনের মধ্যেই ব্রিজটি যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে।”

লালমোহন উপজেলা এলজিইডির প্রকৌশলী রাজীব সাহা বলেন, “এই ধরনের ব্রিজ নির্মাণে সময় লাগে। এলাকাবাসীর কষ্টের বিষয়টি আমরা জানি এবং নিয়মিত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের নজরদারি ও ঠিকাদারদের উদ্যোগে শিগগিরই ব্রিজটি চালু হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।