ময়মনসিংহে ছাত্রলীগ নেতার অকাল মৃত্যু: সামাজিক বিতর্ক ও তদন্তের দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ
ময়মনসিংহে ছাত্রলীগ নেতার অকাল মৃত্যু: সামাজিক বিতর্ক ও তদন্তের দাবি

ময়মনসিংহ শহরের শান্তিনগর এলাকায় হঠাৎ মৃত্যু হয়েছে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ছাত্রলীগ নেতা মো. রুহুল আমিন আকাশের (৩০)। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় একটি মসজিদের সামনে সড়কে পড়ে গিয়ে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, রোববার রাতে আকাশ ময়মনসিংহ শহরের শান্তিনগরে তার বড় বোনের বাসায় বেড়াতে যান। সোমবার সকালে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তিনি মসজিদের সামনে পড়ে যান। পাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের ভগ্নিপতি মো. আনিছুর রহমান জানান, আকাশ দেড় মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তার স্ত্রী গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। তার শারীরিক দুর্বলতার কারণে মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

তবে এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে, যেখানে অনেকেই এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা ও কিছু ভেরিফায়েড পেজ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ’ নামক ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, আকাশের মৃতদেহ রাস্তার পাশে পাওয়া গেছে এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে এবং পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা পুলিশ পর্যবেক্ষণ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে তদন্ত চলছে।

নিহতের পরিবার জানিয়েছে, আকাশ কিছুদিন ধরে মানসিক চাপ ও ব্যক্তিগত জীবনের নানা সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। স্থানীয় ছাত্রলীগসহ বিভিন্ন মহল ঘটনাটির স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানাচ্ছেন।