যশোর চৌগাছায় জলাবদ্ধতা সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের দ্রুত উদ্যোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
যশোর চৌগাছায় জলাবদ্ধতা সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের দ্রুত উদ্যোগ

যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের পাঁচটি গ্রামের দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা সমস্যা নিরসনে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় প্রতি বর্ষায় এসব এলাকায় ঘরবাড়ি, রাস্তা ও ফসলি জমি জলাবদ্ধতার শিকার হয়। ক্ষতিগ্রস্ত গ্রামবাসী এই পরিস্থিতি নিরসনে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করে জরুরি হস্তক্ষেপের দাবি জানান।

সোমবার (১৬ জুন) সকাল সিংহঝুলী, গরীবপুর, জাহাঙ্গীরপুর, জামালতা ও জগন্নাথপুর গ্রামের অর্ধশতাধিক বাসিন্দা চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি প্রদানকালে চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা মধু মিয়ার নেতৃত্বে স্থানীয়রা উপস্থিত ছিলেন। তারা জানান, ব্যক্তি মালিকানাধীন জমিতে অনিয়মিত পুকুর খননের কারণে খালের পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে তাদের জন্য একটি বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মাসব্যাপী আন্দোলনের ফলস্বরূপ, ইউএনও ফারজানা ইসলাম স্মারকলিপি গ্রহণের পরই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, বিআরডিবি কর্মকর্তা ওলিয়ার রহমান এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, “গ্রামবাসীর দীর্ঘদিনের কষ্ট ও সমস্যাকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিটি সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলবে এবং পানি নিষ্কাশনের কার্যকর সমাধান খুঁজে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

এই উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর সমাধান আশা করা যাচ্ছে, যা সিংহঝুলী এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে স্বস্তিদায়ক করবে।