আন্তর্জাতিক অস্থিরতায় দেশীয় নির্বাচিত সরকারের জন্য সুবিধাজনক: বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক যেকোনো অস্থিরতার প্রভাব মোকাবিলায় দেশের নির্বাচিত সরকারের জন্য কাজ করা সহজ হবে। তিনি বলেন, বিশ্বের যে কোনো পরিস্থিতিতেই নির্বাচিত সরকারের পক্ষে কাজ করা সুবিধাজনক।
মঙ্গলবার (১৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
আমীর খসরু আরও বলেন, বিশ্বসংকট মোকাবিলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐকমত্য অপরিহার্য। বিএনপি রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি গড়তে চায় এবং রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য ছিল বলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই। আগামী নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত বাংলাদেশের ফুটবলসহ ক্রীড়াখাতে ব্রাজিলের সহযোগিতা প্রত্যাশিত।
আপনার মতামত লিখুন