ইশরাক হোসেনের ক্ষোভ: ‘মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
ইশরাক হোসেনের ক্ষোভ: ‘মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি’

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেছেন, “এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি।” বুধবার নগর ভবনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের কাছে দেশের সবার দাবি পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটি বাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না।”

ইশরাক ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্দোলনের প্রথম দিন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। সর্বোচ্চ আদালতের মাধ্যমে সব আইনি লড়াই জিতে আসার পরেও সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে। কীভাবে আন্দোলন দমন করা যায়, বিতর্কিত করা যায় এবং জনগণের সামনে ভুলভাবে উপস্থাপন করা যায়, সেই চেষ্টা চলছে।

স্থানীয় সরকার উপদেষ্টাকে নিয়ে তিনি বলেন, “তিনি ক্রমাগত মিথ্যাচার করেছেন। বারবার বলেছে আইনি জটিলতা আছে, সাব জুডিস ম্যাটার রয়েছে, অথচ দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এই বিষয়টি বহু আগেই মীমাংসা করেছে। এর পরেও যদি বলে আইনি জটিলতা আছে, তাহলে আমি বলব এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি।”

উল্লেখ্য, গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। ডিএসসিসি কর্মচারী ইউনিয়নও এতে যোগ দেয়। ঈদের ছুটির পর পুনরায় আন্দোলন শুরু হয়েছে।