খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় গিয়েছেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১৮ জুন) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। সেখানে প্রথমে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হয়ে ১৭ দিন চিকিৎসা নেন। এরপর ছেলে তারেক রহমানের বাসায় থেকে আরও চিকিৎসা চলছিল। লন্ডনে ১১৭ দিনের দীর্ঘ চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফিরেন সাবেক প্রধানমন্ত্রী।
ফেরার পর থেকে গুলশানের বাসা ফিরোজায় থাকলেও তাকে কোনো রাজনৈতিক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করতে দেখা যায়নি।
আপনার মতামত লিখুন