জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে জামায়াতে ইসলামি

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপে জামায়াতে ইসলামি অংশগ্রহণ থেকে বিরত থাকল। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয় দলটি।
মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া সংলাপের মুলতবি অধিবেশনে জামায়াতের কোনো প্রতিনিধিদল অংশ নেয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এবং এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনে ঐ বৈঠকে তাদের ‘ইগনোর’ করা হয়েছে বলে মনে হচ্ছে। তারা যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণাকে দৃষ্টিকটু হিসেবে দেখছে এবং মনে করছে নির্বাচনের সময় দেশের মধ্যে এসে ঘোষণা করা উচিত ছিল।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে নেতৃত্ব দিয়ে থাকলেও আজকের সংলাপে দলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। দল থেকে দুই ঘণ্টা পরও যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা অংশ নেয়নি।
সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানান, এই বিষয়ে নায়েবে আমিরই সিদ্ধান্ত জানাতে পারবেন, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন