জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম: এনসিসি গঠনের বিপক্ষে যারা, তারা ফ্যাসিবাদী কাঠামোই চান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম: এনসিসি গঠনের বিপক্ষে যারা, তারা ফ্যাসিবাদী কাঠামোই চান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিরোধিতা করছে। তার মতে, যারা এনসিসি গঠনের বিরুদ্ধে, তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় অবস্থান রাখতে চান।

বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরতিতে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি বলেন, “আমরা জানতে চাই, আপনারা কি আগের ফ্যাসিবাদী কাঠামোয় থেকেই যেতে চান?” তিনি বলেন, “কয়েকটি রাজনৈতিক দল এনসিসি গঠনের বিপক্ষে মতামত দিয়েছে। আমরা বলতে চাই, যারা এনসিসি গঠনের বিরোধিতা করছে, তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চায়।”

নাহিদ ইসলাম আরো জানান, মানবাধিকার কমিশন থাকা সত্ত্বেও গত ১৬ বছরে তারা কোনো কাজ করেনি। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশনও তাদের কার্যক্রমে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, কারণ তারা একটি দল ও ব্যক্তির আজ্ঞাবহ হয়ে পড়েছিল।

এনসিপির আহ্বায়ক জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাজনৈতিক দলগুলোকে এনসিসি গঠনের বিষয়ে মতামত প্রদানের আহ্বান জানান।

তিনি বলেন, “এনসিসি গঠন ক্ষমতার ভারসাম্যের জন্য জরুরি। নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা হ্রাস করাই আমাদের নতুন বাংলাদেশের লক্ষ্য।” তবে তিনি যোগ করেন, “এনসিসিতে সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষমতা থাকা উচিত নয় এবং রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এনসিসিতে রাখা উচিত নয়। এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।”