দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক

আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় পর্যায়ের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে কমিশন এই তথ্য জানিয়েছে।
বৈঠকে প্রথম ধাপের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য গঠনে গুরুত্ব দেওয়া হবে। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান দ্বিমত। ১৭, ১৮ ও ১৯ জুন তিন দিন ধরে পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক চলবে।
বাংলাদেশ টেলিভিশন-নিউজ (বিটিভি-নিউজ) সরাসরি এই আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করবে।
প্রথম পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও মৌলিক সংস্কারের কিছু প্রস্তাব নিয়ে এখনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। ২ জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব সংক্রান্ত তিনটি বিষয়ে আলোচনার পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। সেই মুলতবি বৈঠক আজ থেকে আবার শুরু হচ্ছে।
উল্লেখ্য, ৫ আগস্ট গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করে। কমিশনগুলো ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সুপারিশসহ প্রতিবেদন পেশ করে। এরপর ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়, যেখানে সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা সংযুক্ত হন।
আপনার মতামত লিখুন