লন্ডনের বৈঠক পছন্দ না হওয়ায় জাতীয় ঐকমত্য

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। এজন্য তারা নারাজ হয়ে গতকাল (মঙ্গলবার) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেনি।
বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় দলের সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংঘর্ষের বদলে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের পথ তৈরি করেছেন, যা রাষ্ট্রনায়কসুলভ দৃষ্টিভঙ্গি। তবে কিছু দলের পছন্দ হয়নি কারণ নির্বাচনে তাদের বিপদ। নির্বাচন হলেই জনগণের ভালোবাসা পাওয়া দল ক্ষমতায় আসলে তাদের গুরুত্ব কমে যাবে, এজন্য তারা অসন্তুষ্ট।
ফখরুল আরও বলেন, যারা আওয়ামী লীগের মতো আচরণ করে, চাঁদাবাজি করে— তারা আওয়ামী লীগের মতই হবে। তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ ও পরিবর্তন চাই, আগের দুঃশাসন নয়।
তিনি সতর্ক করে বলেন, নতুন সদস্য নবায়নে যেন কোনো আওয়ামী লীগ কর্মী না থাকে, কারণ আওয়ামী লীগ কখনো অন্যের স্বার্থ দেখে না, শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে। তবে নিরপেক্ষদের দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হবে।
ফখরুল বলেন, আওয়ামী লীগের শাসনে ভোটকেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ মানুষ পেত না, ভোট আগেই নেওয়া হয়ে যেত। তিনি বলেন, আমরা চাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যাতে সবাই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন, মানুষকে শাসিয়ে ভোট পাওয়া যাবে না, বরং বিনয়ী হয়ে ভোট চাইতে হবে।
আপনার মতামত লিখুন