সাংবিধানিক কাউন্সিল গঠনে অধিকাংশ দলের সমর্থন: ড. আলী রীয়াজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
সাংবিধানিক কাউন্সিল গঠনে অধিকাংশ দলের সমর্থন: ড. আলী রীয়াজ

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। বুধবার (১৮ জুন) ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের আলোচনা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রস্তাবিত সাংবিধানিক কাউন্সিলে প্রধান বিচারপতি ছাড়া বাকি সব সদস্যই নির্বাচিত প্রতিনিধি, ফলে তারা জনগণের কাছে জবাবদিহিতার আওতায় থাকবেন। এছাড়া কাঠামোগতভাবেও জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করা সম্ভব। দলগুলোর সম্মতির ভিত্তিতে এই জবাবদিহিতা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যেতে পারে।

ড. রীয়াজ জানান, তিনটি সংস্কার কমিশনের প্রতিবেদনে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয়টিও উঠে এসেছে। তিনি বলেন, সংবিধানে সব বিষয় এক জায়গায় থাকে না, তাই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কিছু রাজনৈতিক দল এনসিসি গঠনের বিষয়ে এখনও একমত হয়নি বলেও জানান তিনি।