ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের দক্ষিণাঞ্চলের তিন সামরিক স্থাপনায় আঘাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের দক্ষিণাঞ্চলের তিন সামরিক স্থাপনায় আঘাত

ইরানের সামরিক বাহিনী বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিয়ের শেভায় অবস্থিত তিনটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানায়, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শাখার একটি শিবির। প্রতিবেদনে বলা হয়েছে, “এটা ছিল নিখুঁত এবং সরাসরি আঘাত” এবং এই স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে গোয়েন্দা সদর দপ্তরের পাশের সোরোকা হাসপাতালে সরাসরি কোনো আঘাত না পেলেও ক্ষেপণাস্ত্রের শব্দের শকওয়েভে হাসপাতালটিতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ইরানের ওপর ‘অপারেশন দ্য রাইজিং লায়ন’ নামে বিমান হামলা শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। এ পর্যন্ত ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহত হয়েছে ৬ শতাধিক এবং আহত হয়েছে ১ হাজার ৩০০-এর বেশি মানুষ।

উল্লেখ্য, ইরানের পাল্টা ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ অভিযান শুরু হয়েছে, যা কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে। এই পাল্টা হামলায় আহত ও নিহতের সংখ্যা স্পষ্ট করা হয়নি।

এই সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করে তুলেছে।