ইরান-ইসরায়েল সংঘাত ও ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে হোয়াইট হাউসে পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ট্রাম্প

মাস দুয়েক আগে ভারতের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নের মধ্যেই নতুন এক সংকটের মুখোমুখি পাকিস্তান। সাত দিন ধরে চলছে ইরান ও ইসরায়েলের সংঘাত, যা পাকিস্তানকে শঙ্কায় ফেলেছে কারণ দেশটির সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে ইরানের।
গতকাল (১৮ জুন) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এই বৈঠকে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ছাড়াও ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়টিও আলোচনা হয়েছে।
পাকিস্তানকে সংঘাত থেকে দূরে রাখার বার্তা দিতে ট্রাম্প মধ্যাহ্নভোজ ও বৈঠকের আয়োজন করেন। বৈঠকের পর ট্রাম্প বলেন, পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করে তিনি সম্মানিত বোধ করছেন এবং ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি রক্ষায় তার ভূমিকা কদর করেছেন।
ট্রাম্প বলেন, “দুজনেই বুদ্ধিমান ব্যক্তি, যুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুই দেশই পরমাণু শক্তিধর।”
ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রশ্নে ট্রাম্প জানান, বিষয়টি আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, পাকিস্তান ইরানকে অনেক ভালোভাবে জানে এবং পরিস্থিতি মনিটর করছে, তবে তারা কোন পক্ষের সঙ্গে যুক্ত নয়।
আপনার মতামত লিখুন