ইরান-ইসরায়েল সংঘাত: সপ্তম দিনে ইরানের বড় ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত

সপ্তম দিনে প্রবল উত্তেজনার মধ্য দিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলেও, ইরানও এর প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে বড় ধরনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইরানের আঘাতের লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স (আইডিএফ সি৪১) সদর দপ্তর এবং গ্যাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবির। এ ঘটনায় শিবিরের নিকটবর্তী সোরোকা হাসপাতালও শকওয়েভের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তেল আবিবের স্টক এক্সচেঞ্জ ভবনেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় কমপক্ষে ৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এবং মিডল ইস্ট আই এ তথ্য নিশ্চিত করেছে। হাসপাতালের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন।
এই সংঘাতের মধ্যে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে এবং পরিস্থিতি ক্রমশ সংকটময় রূপ ধারণ করছে।
আপনার মতামত লিখুন