উত্তর কোরিয়া ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যায়িত করল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
উত্তর কোরিয়া ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যায়িত করল

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে কঠোর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের এই আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ইরানের বেসামরিক জনগণকে হত্যা করছে যা ক্ষমাযোগ্য নয়। এই ধরনের অবৈধ হামলা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে। উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির পৃষ্ঠপোষকতায় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য ‘ক্যান্সারের মতো সত্তা’ এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।

গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে শীর্ষ সামরিক কর্মকর্তাসহ বহু সাধারণ নাগরিক নিহত হয়েছেন। জবাবে ইরান ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে অবকাঠামো ধ্বংস করছে। এই পাল্টাপাল্টি হামলা এখন ছয় দিন ধরে অব্যাহত রয়েছে।