জাতীয় নাগরিক পার্টির নীলা ইস্রাফিলের ফোনালাপ নিয়ে বিতর্ক: নিজের অবস্থান তুলে ধরলেন নীলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির নীলা ইস্রাফিলের ফোনালাপ নিয়ে বিতর্ক: নিজের অবস্থান তুলে ধরলেন নীলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ভাইরাল হওয়া অডিওতে থাকা নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর বলে দাবি করা হয়, যা পরে নিজেই নীলা ইস্রাফিল একটি দীর্ঘ ফেসবুক পোস্টে স্বীকার করেন।

নীলা জানান, নেপালে অবস্থানকালে তুষার নিয়মিত তাকে ফোন করতেন এবং সময়ের সঙ্গে তার কথাবার্তার ধরন পাল্টাতে থাকে। তুষার তার প্রতি ব্যক্তিগত মন্তব্য করতে শুরু করেন, যেমন “তোমার ছবি দাও”, “তোমার ঠোঁট সুন্দর”, “তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে” ইত্যাদি। নীলা এসব মন্তব্যে বিব্রত হন এবং সম্পর্কটি সাংগঠনিক ও আনুষ্ঠানিক রাখার অনুরোধ জানান। তিনি লেখেন, “বাংলাদেশের নতুন রাজনীতি—এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন। আমি তুষারকে বলেছি, তার আচরণ সংযত রাখতে এবং ফর্মাল সম্পর্ক বজায় রাখতে।”

রোজার সময়ে একদিন তুষার একটি আপত্তিকর কথা বলেন, যা আলাপের সীমা অতিক্রম করে। এর পর থেকে নীলা তুষারের সঙ্গে যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেন। পরে তুষার তাকে জানায়, গোয়েন্দা পুলিশ (ডিবি) তার সঙ্গে কথা বলেছে এবং নীলার বিষয়ে জানতে চেয়েছে। নিরাপত্তাজনিত কারণে নীলা এই আলাপ রেকর্ড করেন।

নীলা জানান, “তুষার আমাকে বলেছে আমি তার গার্লফ্রেন্ড, যা নিয়ে আমি প্রশ্ন করি। আমাদের আলাপচারিতার ১.৫ ঘণ্টার মধ্যে ৪৭ মিনিট আমি রেকর্ড করেছি।”

তিনি বিষয়টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জানান। কোরবানির দিন রাতে এক অনুষ্ঠানে নাহিদ বিষয়টি দলের শৃঙ্খলার মধ্যে রেখে সমাধানের পরামর্শ দেন এবং মহানগর নেতৃবৃন্দ শাহরিয়ার ও নিজামকে বিষয়টি জানানোর নির্দেশ দেন। অনুযায়ী সন্ধ্যায় বিষয়টি জানানো হয়।

পরদিন সকালে নীলা দেখতে পান কথোপকথনের একটি অংশ কেটে সামাজিক মাধ্যমে প্রকাশ ও ভাইরাল হয়েছে। নিজের ওপর হওয়া প্রচার ও সমালোচনার প্রেক্ষিতে তিনি বলেন, “মিডিয়া ট্রায়ালের সময়ে অনেক নারী সহকর্মীও আমার পক্ষে দাঁড়াননি, যা দুঃখজনক।”