জাতীয় নাগরিক পার্টির সারোয়ার তুষার পরিকল্পিত ষড়যন্ত্র দাবি করেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির সারোয়ার তুষার পরিকল্পিত ষড়যন্ত্র দাবি করেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তার একটি অডিও কলকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।

সারোয়ার তুষার বলেন, “আমাকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রচারণা চলছে যা একটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর রাজনৈতিক কৌশল। এই কল রেকর্ডটি আমার অজ্ঞাতসারে ধারণ করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে কাটা-ছাঁটা করে প্রেক্ষাপটবিহীনভাবে ভাইরাল করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, কল রেকর্ডকারী ব্যক্তি নিজেই এটি বিদেশি অ্যাকটিভিস্টদের কাছে ছড়িয়ে দিয়েছেন, যদিও সরাসরি জিজ্ঞাসা করলে বিষয়টি অস্বীকার করেন।

তুষার বলেন, “এই ঘটনা শুধু আমার ব্যক্তিগত মর্যাদাই নয়, আমার রাজনৈতিক অবস্থান ও দলের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে। আমার ও দলের নেত্রীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে, যেখানে বিকৃত ছবি ও মিথ্যা স্ক্রিনশটও ছড়িয়ে পড়েছে।”

তিনি জানান, অভিযোগকারী ব্যক্তি এনসিপির কোনো পদ বা সদস্য নন এবং তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। “সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করে তার ওপর চাপ প্রয়োগকারী হিসেবে আমাকে দেখানো মিথ্যাচার।”

তুষার বলেন, “এই ঘটনা এমন সময় ঘটানো হয়েছে যখন আমি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এনসিপির পক্ষে সংস্কার নিয়ে স্পষ্ট ও বলিষ্ঠ অবস্থান নিয়েছি। এই রাজনৈতিক অবস্থানকে লক্ষ্য করেই এই অপপ্রচার চালানো হয়েছে, যা আমার ব্যক্তিগত কোনো ব্যর্থতা নয়।”

তিনি অনুরোধ করেন, কারও প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকতে এবং অনলাইনে নিজের মত চাপিয়ে ‘আদালত বসানো’ থেকে সাবধান হতে।

শেষে তিনি লেখেন, “আমি দলকে লিখিত জবাব দেব এবং নিজেই আমার আত্মরক্ষা করব। আমি বিশ্বাস করি, একমাত্র সত্যই টিকে থাকবে (Only truth shall prevail)।”