জামায়াতে ইসলামী চায় স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ইউনিয়ন মেম্বার পর্যন্ত প্রায় ৭০ হাজার ইলেক্টোরাল বডি গঠিত হবে, যারা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তবে অতীতে দেখা গেছে, যেই সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হয়, সেই সরকারই সেখানে জয়লাভ করে। তাই এই প্রক্রিয়া হলে ৭০ হাজার ইলেক্টোরাল বডির কোনও গুরুত্ব থাকবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে মেম্বার নির্বাচিত হবে এবং তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।
তাহের আরও বলেন, আগামী জুলাই মাসে একটি চার্টার্ডে সবাই সাক্ষর করবে, এবং যারা সরকার গঠন করবে তারা সেই প্রতিশ্রুতি পূরণ করবে।
বৈঠকের শুরুতে তিনি জানান, গতকালের বৈঠকে জামায়াত প্রতীকী প্রতিবাদের স্বরূপ অংশগ্রহণ করেনি। পরে প্রধান উপদেষ্টা জামায়াত আমীরের সঙ্গে যোগাযোগ করে দলের পক্ষ থেকে নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত হয়েছেন।
তাহের বলেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে জামায়াত স্বাগত জানিয়েছে এবং নির্বাচনের তারিখ ঘোষণায় কোনো আপত্তি ছিল না। আলোচনার মাধ্যমে তারিখ পরিবর্তন সম্ভব ছিল। তবে প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছেন, যা ইতিহাসে নজিরবিহীন এবং এতে অন্যান্য দলও বিব্রত হয়েছে। জামায়াতের আপত্তি বিএনপিকে নিয়ে নয়, যৌথ বিবৃতি ও বিবৃতির প্রক্রিয়া নিয়ে।
তিনি জানান, দুই-একটি দল ছাড়া প্রায় সব রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনে পক্ষে রয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জামায়াতের প্রতিনিধির জন্য আধা ঘণ্টা অপেক্ষা করার পর ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। পরে দলটিকে ছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
আপনার মতামত লিখুন