তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের প্রতীক: বিএনপির শামসুজ্জামান দুদু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের প্রতীক: বিএনপির শামসুজ্জামান দুদু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “তারেক রহমান এখন মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন।” বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাদা দলের আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, “তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের পথ অনুসরণ করেছেন বলেই একজন শুদ্ধ রাজনীতিবিদ হিসেবে চিহ্নিত হয়েছেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতিভা অর্জন করেছেন।”

তিনি আরও জানান, “বাংলাদেশের রাজনীতিতে শহীদ জিয়াউর রহমানের শাসনকাল গৌরবের সময় হিসেবে গণ্য। তার শাসন কাঠামো এখনো পথনির্দেশক। বেগম খালেদা জিয়াও এই কাঠামো অনুসরণ করে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও বর্তমানে তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় নন, তবুও তার অবস্থান দৃঢ় এবং উচ্চমাত্রায়।”

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান মূল প্রবন্ধে বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন বাস্তববাদী ও ভবিষ্যতমুখী নেতা। তিনি জাতিকে আত্মবিশ্বাস ও নতুন পরিচয় দিয়েছিলেন। তিনি আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও উৎপাদনমুখী রাজনীতির প্রবক্তা।”

তিনি আরও যোগ করেন, “শিক্ষাবান্ধব রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যদিও তিনি কোনো পূর্ণাঙ্গ শিক্ষাদর্শন রচনা করেননি, তার নীতি ও কর্মসূচিতে শিক্ষাবিষয়ক চিন্তাভাবনা স্পষ্ট।”

সভাপতি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা সংকটগ্রস্ত। তবে আমরা আশা করি আগামীর বাংলাদেশ হবে শিক্ষানির্ভর রাষ্ট্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখায় এ লক্ষ্যে গুরুত্ব দেয়া হয়েছে।”

সেমিনারে শহীদ জিয়াউর রহমানের অবদান ও বিএনপির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয় এবং অংশগ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।