বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো যুক্তরাষ্ট্র: ল্যান্ডাউ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো যুক্তরাষ্ট্র: ল্যান্ডাউ

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় ক্রিস্টোফার ল্যান্ডাউ বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং তার প্রতি আস্থার কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।

এছাড়া, ড. খলিলুর রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে পারস্পরিক শুল্কসংক্রান্ত বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয় এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।