যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কঠোর হুঁশিয়ারি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন। তিনি এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে বিশ্ব মোড়লের মতো যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যদ্বাণী করেছেন।
শি জিনপিং লিখেছেন, ‘মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের অতিরিক্ত ক্ষুধার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়।’ তিনি ইতিহাস থেকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন কিভাবে অতীতের রাজবংশগুলো তাদের যুদ্ধবাজ মনোভাবের কারণে পতিত হয়েছে।
খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে কিন রাজবংশের দ্রুত উত্থান ও পতন, অষ্টম শতাব্দীর তাং রাজবংশের সামরিক অভিযান এবং বিদ্রোহ, ১৩ শতাব্দীর চেঙ্গিস খানের বিস্তৃতি ও দ্রুত পতনের ঘটনা তুলে ধরে শি উল্লেখ করেছেন, “সাম্রাজ্য শত্রুর কারণে নয়, তাদের নিজেদের অতৃপ্ত সামরিক ক্ষমতার ক্ষুধার নিচে ভেঙে পড়ে।”
তিনি আরও বলেন, “৭৫০টি সামরিক ঘাঁটি এবং বছরে প্রায় এক ট্রিলিয়ন ডলারের সামরিক ব্যয়ের মধ্যেও আপনি কি ইতিমধ্যেই সেই পতনের পদধ্বনি শুনতে পাচ্ছেন?”
এই মন্তব্যে শি জিনপিং যুক্তরাষ্ট্রের সামরিক বর্জন ও তার ভবিষ্যৎ সংকট নিয়ে গভীর সতর্কবার্তা প্রদান করেছেন।
আপনার মতামত লিখুন