রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতার পরিসর নিয়ে আজই সমাধানের চেষ্টা: আলী রিয়াজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও রাষ্ট্রপতির ক্ষমতার পরিসর নিয়ে আজই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রত্যাশা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের দ্বিতীয় পর্বের শুরুতে তিনি এ কথা বলেন।
আলী রিয়াজ বলেন, “আজ আমরা রাষ্ট্রপতি নির্বাচন ও তার ক্ষমতার কাঠামো নিয়ে মূল আলোচনা করছি। চেষ্টা করবো আজকের মধ্যেই এ বিষয়ে একটি সমাধানে পৌঁছাতে। তবে যে বিষয়গুলো অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে আগামী সপ্তাহে আবার আলোচনা হবে।”
এই আলোচনা সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংলাপে অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, ক্ষমতার পরিসর এবং রাজনৈতিক ভারসাম্য নিয়ে তাদের মতামত তুলে ধরেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন