রুশ প্রেসিডেন্ট পুতিনের ইরান সমর্থন ও পারমাণবিক প্রকল্প সংক্রান্ত বক্তব্য

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনোই ইরানকে ছেড়ে যাবে না। বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, বুশেহর পারমাণবিক স্থাপনায় রাশিয়ার প্রায় ২৫০ জন বিশেষজ্ঞ কাজ করছেন, যা ব্যবসায়ী ও প্রকৌশলীদের সহিত ৬০০ ছাড়িয়ে যেতে পারে।
পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে (এসপিআইইএফ) ইরানকে রাশিয়ার অব্যাহত সমর্থনের কথা তুলে ধরে বলেন, ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দৃঢ়। তাই রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিজের তত্ত্বাবধানে নেওয়ার প্রস্তাব দিয়েছে, যদি ইরান রাজি হয়। এ প্রকল্পে ইউরেনিয়ামের ব্যবহার শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে সীমাবদ্ধ রাখার তত্ত্বাবধানও রাশিয়া করবে।
তিনি আরও জানান, ইরানের বুশেহার শহরে দুটি পারমাণবিক চুল্লি নির্মাণ কাজ চলছে, যা রাশিয়ার বিজ্ঞানীরা তত্ত্বাবধানে রেখেছেন। এ বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং নেতানিয়াহু বুশেহার এলাকায় আক্রমণ না করার আশ্বাস দিয়েছেন।
রাশিয়া কি ইরানকে অস্ত্র দেবে কি-না জানতে চাইলে পুতিন জানান, জানুয়ারি মাসে দুই দেশের মধ্যে চুক্তি হলেও তাতে অস্ত্র সরবরাহের কথা নেই এবং ইরানও আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে অস্ত্র চায়নি। তিনি বলেন, ইরানের নিরাপত্তা ও ইসরায়েলের উদ্বেগ দুই দিকই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। শান্তিপূর্ণ উপায়ে ইরান যেন পরমাণু শক্তি ব্যবহার করতে পারে, আর ইসরায়েল যেন তা নিয়ে উদ্বিগ্ন না হয়, তা মিলিয়ে সমাধান করা সম্ভব।
পুতিন ইরানে সরকার পরিবর্তন বিষয়ে বলেন, দেশটিতে জটিল রাজনৈতিক প্রক্রিয়া চলছে, তবে জনগণ তাদের নেতৃত্বকে ঘিরে ঐক্যবদ্ধ। তিনি বলেন, আলোচনার পথ খোলা রাখা উচিত এবং স্বার্থ বিবেচনায় সমাধান খুঁজতে হবে।
ইসরায়েল যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে কী হবে—এই প্রশ্নে পুতিন বলেন, তিনি শুধু শুনছেন, তবে এ বিষয়ে আলোচনা করতে চান না।
আপনার মতামত লিখুন