ইরানের খোররামাবাদে ইসরায়েলি হামলায় নিহত পাঁচজন, আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ সদস্যের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
ইরানের খোররামাবাদে ইসরায়েলি হামলায় নিহত পাঁচজন, আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ সদস্যের মৃত্যু

ইরানের খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) থেকে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম নউরের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সেনা সদস্য নিহত হয়েছেন। ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ইসরায়েলি সামরিক বাহিনী পারমাণবিক ও সামরিক স্থাপনায় একাধিক হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে।

এছাড়া, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ বিভিন্ন সরকারি ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা চালানো হয়েছে।