ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে জাতিসংঘে রাশিয়া-চীন-পাকিস্তান-আলজেরিয়ার কঠোর সমালোচনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে জাতিসংঘে রাশিয়া-চীন-পাকিস্তান-আলজেরিয়ার কঠোর সমালোচনা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। বৈঠকে অংশ নেওয়া এসব দেশ সতর্ক করে জানায়, এই হামলা কেবল পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলবে না, বরং পারমাণবিক স্থাপনায় হামলার যে বিপজ্জনক নজির তৈরি হয়েছে, তা ভবিষ্যতের জন্যও হুমকিস্বরূপ।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছে, যা ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। এমন স্পর্শকাতর স্থাপনায় হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য চরম হুমকি।

চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার লঙ্ঘন। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষুণ্ন করছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা চরমভাবে বিপন্ন করছে।

মূলত এই চার দেশের অনুরোধেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও শক্ত পদক্ষেপের আহ্বান জানানো হয়।