ইরান আটক করল ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচর, মধ্যপ্রাচ্যের সংকট তীব্রতর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ
ইরান আটক করল ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচর, মধ্যপ্রাচ্যের সংকট তীব্রতর

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, এই ব্যক্তিরা শত্রু পক্ষের হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা এবং মিথ্যা খবর ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছিলো।

গ্রেপ্তারের তথ্য ইরানের ফার্স নিউজ এজেন্সি থেকে পাওয়া গেছে, যেখানে দাবি করা হয়েছে, আটককৃতদের সঙ্গে মোসাদের সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে। গত ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে শুধু সামরিক হামলা নয়, গোয়েন্দা ও সাইবার লড়াইও ব্যাপক আকার ধারণ করেছে।

ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পর তেহরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এসেছে। এই সংঘাতে ইসরায়েলের পক্ষ থেকে ২৫ জন নিহতের খবর পাওয়া গেলেও, ইরানের গণমাধ্যম দাবি করছে, ইসরায়েলি হামলায় তাদের দেশে নিহতের সংখ্যা ৬৩৯ ছাড়িয়েছে এবং আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। চলমান এই সংকটে গোয়েন্দা লড়াইয়ের অংশ হিসেবে সন্দেহভাজন গুপ্তচর গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে, যা সংঘাতের জটিলতা আরও বাড়িয়েছে।