ইরান-ইসরায়েল মিডিয়া যুদ্ধ: চ্যানেল ১৪ কার্যালয়ে আইআরজিসির মিসাইল হামলা

ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত চ্যানেল ১৪-এর লাইভ সম্প্রচার সদর দফতরে মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে এই হামলা চালানো হয় বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে জানায়, চ্যানেল ১৪-এর এই কার্যালয়ে হামলা মূলত প্রতিশোধমূলক পদক্ষেপ। কারণ, এর আগেই গত সোমবার ইসরায়েলি বাহিনী তেহরানে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর সদর দফতরে হামলা চালায়।
এই হামলার প্রতিক্রিয়ায় তেহরান জানায়, তাদের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের ওপর ইসরায়েলের হামলা মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ। এর জবাবেই চ্যানেল ১৪-এর কার্যালয়ে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
ইরান-ইসরায়েল চলমান সংঘাত এখন কেবল সামরিক কিংবা কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ নেই—মিডিয়াও রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই দেশের সংবাদমাধ্যমের ওপর হামলা ইঙ্গিত দিচ্ছে, এই লড়াই এখন তথ্য ও প্রচারণার ময়দানেও সমানতালে চলছে।
আপনার মতামত লিখুন