জাতিসংঘে ভাষাগত ভুল: ইসরায়েলের বিরুদ্ধে ‘সন্ত্রাস ছড়ানোর’ অভিযোগ তুলে বিতর্কে যুক্তরাষ্ট্রের দূত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
জাতিসংঘে ভাষাগত ভুল: ইসরায়েলের বিরুদ্ধে ‘সন্ত্রাস ছড়ানোর’ অভিযোগ তুলে বিতর্কে যুক্তরাষ্ট্রের দূত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য দিতে গিয়ে ভুলবশত ইসরায়েলের বিরুদ্ধেই ‘সন্ত্রাস ছড়ানোর’ অভিযোগ তোলেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শে। তবে তাৎক্ষণিকভাবে তিনি তার বক্তব্য সংশোধন করে বলেন, এই সংঘাতের জন্য ইরানই দায়ী।

শনিবার (২১ জুন) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ডরোথি শে তার বক্তব্যে প্রথমে বলেন, “ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে।” তবে এরপর সঙ্গে সঙ্গেই তিনি নিজ বক্তব্য সংশোধন করে বলেন, “আমি বলতে চেয়েছি, ইরান এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছে। এই সংঘাতের মূল উৎস তেহরান। তারা যদি পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চুক্তিতে রাজি হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো।”

এই বক্তব্য ঘিরে তাৎক্ষণিকভাবে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। কারণ, যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এবং চলমান ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে।

যদিও রাষ্ট্রদূত ডরোথি শে তাৎক্ষণিক সংশোধনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেন, কিন্তু এই ঘটনাটি মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে মার্কিন কূটনৈতিক অবস্থান এবং ভাষার গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।