জাতীয় নাগরিক পার্টি আগামী ২২ জুন ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করবে
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ২২ জুন নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে। শুক্রবার (২০ জুন) দলীয় সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন এবং একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার এই পদে থাকতে পারবেন। পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ হবে ১৫ সদস্যের পলিটিক্যাল কাউন্সিল, যার সদস্যরা হলেন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারভুক্ত সদস্য, দুই জন মনোনীত সদস্য এবং বাকি ১১ জন নির্বাচিত সদস্য। নির্বাচিতদের মধ্যে অন্তত তিনজন নারী সদস্য থাকতে হবে।
কেন্দ্রীয় কমিটির মেয়াদ তিন বছর এবং মেয়াদ শেষ হওয়ার পর ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে বলে খসড়া গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে।
আপনার মতামত লিখুন