তেঁতুলিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ৯৬০ বস্তা সার জব্দ, ৫৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনিয়মে সার মজুত ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯৬০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। একইসঙ্গে চারজন সার ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সারগুলোর সরকারি মূল্য ৯ লাখ ৫৯ টাকা।
শুক্রবার (২০ জুন) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত তেঁতুলিয়া উপজেলার শালবাহান ও তিরনইহাট ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী প্রসিকিউশন দাখিল করেন।
শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ রোড বাজারে খুচরা সার ব্যবসায়ী রবিউল ইসলামের গুদাম থেকে ১০০ বস্তা এমওপি সার এবং সেলিম উদ্দীনের গুদাম থেকে ১৭ বস্তা ইউরিয়া ও ১০৮ বস্তা এমওপি সার জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিরনইহাট ইউনিয়নের ফারুক ট্রেডার্স থেকে বৈধ কাগজপত্র ছাড়াই ৩১১ বস্তা এমওপি, ১১৫ বস্তা ডিএপি ও ৩০৯ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
মোবাইল কোর্টে রবিউল ইসলাম, সেলিম উদ্দিন ও রাসেল রানা নামের তিনজন খুচরা সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিএডিসি ডিলার আব্দুল বাসেতের প্রতিষ্ঠান মেসার্স সালমা এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং অবৈধভাবে সার মজুত ও বাজারে বিক্রি রোধে এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
আপনার মতামত লিখুন