রাজনৈতিক প্রতিহিংসায় উন্নয়ন বৈষম্যের শিকার কিছু এলাকা: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ
রাজনৈতিক প্রতিহিংসায় উন্নয়ন বৈষম্যের শিকার কিছু এলাকা: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ

কিছু এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২০ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উত্তরবঙ্গে দারিদ্র্যের হার কিছুটা বেশি এবং সেখানকার মানুষের প্রতি সরকারের কিছু প্রতিশ্রুতি রয়েছে। এসব এলাকায় গুদাম না থাকায় কৃষকরা ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারছেন না। তাই সেখানে গুদাম স্থাপন এবং প্রক্রিয়াকরণ জোন তৈরির উদ্যোগ নেওয়া হবে। তিস্তা নদীর ভাঙনে গৃহহীনদের পুনর্বাসনের বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, রাজনৈতিক প্রিভিলেজের কারণে কোনো কোনো এলাকায় অতিরিক্ত উন্নয়ন হচ্ছে, আবার কিছু এলাকায় উন্নয়ন হচ্ছে না বললেই চলে। তিনি বলেন, গোপালগঞ্জের একটি উপজেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, রংপুরের একটি জেলায় সেই তুলনায় অনেক কম হয়েছে—এ ধরনের বৈষম্য যাতে আর না হয়, সে বিষয়ে সরকারের নজর দেওয়া প্রয়োজন।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার অল্প সময়ের জন্য দায়িত্বে রয়েছে, তাই এই সময়ে পাবলিক লাইব্রেরি স্থাপনের মতো প্রকল্প বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জিং। তবুও মাত্র ২৩ কোটি টাকায় ১১টি জেলার ৪৪টি পাবলিক লাইব্রেরি নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে দেশের প্রতিটি উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

উপদেষ্টা বলেন, আমরা এমন একটি লাইব্রেরি তৈরি করতে চাই যেখানে সাধারণ মানুষ স্বেচ্ছায় যাবে। এটি যেন অন্য সরকারি ভবনের মতো অব্যবহৃত পড়ে না থাকে, বরং জ্ঞান চর্চার একটি প্রাণকেন্দ্র হয়ে ওঠে।