শিশু মেলা-আগারগাঁও সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ
শিশু মেলা-আগারগাঁও সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

রাজধানীর শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশু মেলা থেকে আগারগাঁও এলাকায় অবস্থিত এনবিআর ও বিডা কার্যালয় এবং আশপাশের এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ২১ জুন, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার (২২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় কোনো ধরনের জনসমাবেশ বা প্রতিবাদ কর্মসূচি করা যাবে না। জনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-১৯৭৬ এর ২৯ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জনগণের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।