সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম। তিনি জানিয়েছেন, ইকবাল বাহার বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন।

তবে তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি পুলিশ।

ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজধানীর রাজারবাগ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগে (টিঅ্যান্ডআইএম) বদলি করা হয়। ২০১৯ সালে তিনি সেখান থেকে স্বাভাবিক অবসরে যান।

এ ঘটনায় এখনও বিস্তারিত কিছু না জানালেও, একজন উচ্চপদস্থ সাবেক পুলিশ কর্মকর্তাকে আটকের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরেও আলোচনার জন্ম দিয়েছে।