২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করলো পাকিস্তান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ
২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করলো পাকিস্তান

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছে পাকিস্তান সরকার। শনিবার (২১ জুন) পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) থেকে দেওয়া এক বিবৃতিতে এই প্রস্তাবের কথা জানানো হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সীমান্ত সংকটে প্রেসিডেন্ট ট্রাম্পের “সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপ” দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মধ্যস্থতা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি হ্রাস করেছে এবং সম্ভাব্য লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষায় সহায়ক হয়েছে।

পাকিস্তান সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের ‘দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব’ ও কৌশলগত সম্পৃক্ততার প্রশংসা করে বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘস্থায়ী কাশ্মীর সংকট নিরসনের লক্ষ্যে তার সহায়তার প্রস্তাব “গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্তি স্থাপনের পথ খুলে দেয়।”

বিবৃতিতে আরও বলা হয়, “ট্রাম্পের নেতৃত্বে কার্যকর শান্তি প্রচেষ্টা শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, বরং গাজা ও ইরান কেন্দ্রিক উত্তেজনা প্রশমনে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় অব্যাহত অবদান রাখতে পারে বলে পাকিস্তান আশাবাদী।”

উল্লেখ্য, এর আগেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ট্রাম্প নিজেও ট্রুথ সোশালে এক পোস্টে বলেন, “ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি হওয়া উচিত এবং সেটা হবেই—যেমনটা আমি ভারত ও পাকিস্তানকে করিয়েছিলাম।” তিনি আরও মন্তব্য করেন, “আমি অনেক কিছু করি, কিন্তু কাজের কৃতিত্ব পাই না—তবে ঠিক আছে, জনগণ বোঝে।”

পাকিস্তানের এই প্রস্তাব আন্তর্জাতিক মহলে কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।