অতি সংস্কারের নামে অপ্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব বিভেদ সৃষ্টি করছে: আসাদুজ্জামান রিপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
অতি সংস্কারের নামে অপ্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব বিভেদ সৃষ্টি করছে: আসাদুজ্জামান রিপন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, অতি সংস্কারের নামে অপ্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করছে। ইতোমধ্যে দশ মাস পেরিয়ে গেলেও মানুষের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়িত হয়নি। সংস্কার নিয়ে আলোচনা অত্যন্ত ধীরগতিতে চলছে এবং মতৈক্য কমিশন এখন ‘মতানৈক্য কমিশন’ হিসেবে পরিণত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দুর্ভাগ্যজনকভাবে মতৈক্য কমিশনের বৈঠকগুলোতে হৈচৈ, বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বয়কটের ঘটনাও ঘটছে। কমিশন তাদের নির্ধারিত এজেন্ডার বাইরে অতিরিক্ত কিছু বিষয় গ্রহণ করেছে, যা তাদের দায়িত্বের বাইরে।

রিপন বলেন, দেশে ইতোমধ্যে গণঅভ্যুত্থান ঘটেছে এবং মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। প্রশ্ন উঠেছে, মানুষ আর কত রক্ত দিবে এবং কতজন পঙ্গুত্ব বরণ করবে? মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত ও লোভী মানুষের কারণে এই সুযোগ বারবার হাতছাড়া হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এসব বিষয় ঠিক না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং গণতন্ত্রের বিকাশ রোধ পাবে।