ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইসরায়েল, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮ হাজার মানুষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইসরায়েল, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮ হাজার মানুষ

সোমবার সকালে ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী (IDF) জানিয়েছে, এসব হামলার ফলে দেশজুড়ে একাধিকবার সাইরেন বেজে ওঠে। দেশটির জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এলি কোহেন জানান, দক্ষিণাঞ্চলে একটি কৌশলগত স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রায় ৮ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে তিনি তিন ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন। গালিলি অঞ্চলসহ উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এমনকি জেরুজালেমেও প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলের জরুরি সেবাদাতা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (MDA) জানিয়েছে, হতাহতের খবর না মিললেও নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় কিছু মানুষ আহত হন এবং অনেকেই মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) জানিয়েছে, এবার তারা কৌশল পরিবর্তন করে তেলআবিব ও হাইফাসহ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত অঞ্চল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হামলার জেরে ইসরায়েলগামী কয়েকটি উদ্ধার ফ্লাইট সাইপ্রাসে পাঠানো হয়েছে। দক্ষিণাঞ্চলে পড়ে যাওয়া শারপনেল থেকে আগুন লাগার ঘটনাও ঘটেছে। প্রায় ১০ থেকে ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং টানা ৩৫ মিনিট ধরে সাইরেন বাজে। পরিস্থিতির মধ্যে ফায়ার সার্ভিস জনগণকে সড়ক ফাঁকা রাখার অনুরোধ জানায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রেখেছে এবং আরও হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।