ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার একদিন পর ফের ইসরায়েলের হামলা

ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এ খবর দিয়েছে আল-জাজিরা। ইরানের কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মোর্তজা হায়দারি জানান, ইসরায়েলি হামলার ফলে ওই এলাকায় আপাতত কোনো বিপদ নেই।
গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর ফোরদো পারমাণবিক স্থাপনায় একবার হামলা চালায় ইসরায়েল। এরপর ফোরদোসহ তিনটি পারমাণবিক স্থাপনা একাধিকবার হামলার শিকার হয়েছে। ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান দিয়ে এই তিনটি স্থাপনায় হামলা চালায়। এই বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে প্রায় ৩৭ ঘণ্টা উড়ে এসে হামলা চালায়।
ফোরদো পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অবস্থিত এবং সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রিফিউজ রাখা ছিল। তবে রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার আগে ফোরদো স্থাপনাটি ‘অনেক আগেই’ খালি করে নেওয়া হয়েছিল, যা এই হামলার সম্ভাবনা মাথায় রেখে নেয়া হয়।
আরেক শীর্ষ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, অস্ত্র তৈরির উপযোগী প্রায় ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশির ভাগই হামলার আগে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয়েছিল।
আপনার মতামত লিখুন